wp-light-lo-1440x900

আজ আমি আপনাদেরকে কিছু প্লাগইন্সের

সাথে পরিচয করিয়েদিবো। আমি মনেকরি
এই প্লাগইন্সগুলো প্রতিটা ওয়ার্ডপ্রেস
সাইটে ইন্সটল করাউচিত। তাহলে আসুন আর
দেরি না করে তাহলে এইপ্লাগইন্সগুলোর
সাথে পরিচিত হওয়া যাক।
Akismet -=- download
==============================
=======================================
akismet সম্পর্কেআমরা অনেকেই জানি।
কিন্তু নতুনরা জানে না। তাদের জন্য
বলছি, Akismet প্লাগইন্সদিয়ে আপনি
আপনার সাইটকে স্প্যাম হওয়া থেকে রক্ষা
করতে পারবেন। আপনার সাইটে যতস্প্যাম
কমেন্ট থাকবে আপনি এই প্লাগইন্সটি
দিয়ে এক ক্লিকে মুছে ফেলতে পারবেন।
http://wordpress.org/plugins/akismet/
==============================
====================================
W3 total cache -=- download
==============================
=======================================
এটা একটি Cacheপ্লাগিন . এর সাহায্যে
HTML,CSS, JavaScript, Image এগুলো
ব্রাউজারএ অস্থায়ী ভাবে Cache
করেরাখে । ফলে সাইট load হতেকম সময়
লাগে । এখন পর্যন্তওয়ার্ডপ্রেস এর
নাম্বার ১ Cache প্লাগিন এটি । এর
সাহায্যেView Source কে ছোট করা যায় ।
মানে Minify করে রাখা যায় ।(এইঅংশ টুকু
কপি পেষ্ট করা)
http://wordpress.org/plugins/w3-total-cache/
==============================
====================================
P3 ( plugin performance profiler ) -=- download
==============================
=======================================
আমারা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটকে
মনেরমত করে সাজানোর জন্য প্রচুর
প্লাগইন্স ব্যবহার করে থাকি। আমরা সবাই
জানি বেশিপ্লাগইন্স ব্যবহার করলে
আমাদের সাইট স্লো হয়ে যাবে। আমার এই
প্লাগইন্সটি দিয়েদেখতে পারবো
আমাদের কোন প্লাগইন্সটির কারনে
আমাদের সাইট লোড হতে বেশি সময়
নিচ্চে।আপনি এই প্লাগইন্সটি দিয়ে
আপনার সাইটের প্লাগইন্সগুলোর
Performance দেখতে পারবেন।
http://wordpress.org/plugins/p3-profiler/
==============================
====================================
BackWPup -=- download
==============================
=======================================
এটি আমার একটি পছন্দেরপ্লাগইন্স।
আমরা সবাই জানি একটি সাইট ব্যকআপ
রাখার গুরুত্ব কতটুকু। প্রতিদিন সাইটব্যকআপ
করাকে আমরা অনেকে ঝামেলা ও সময়
সাপেক্ষ বলে মনে করি। কিন্তু আমি
আজকেআপনাদেরকে যে প্লাগইন্সটির
সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি দিয়ে
আপনি চাইলেঅটোমেটিক্যালি আপনার
সম্পূর্ন সাইট আপনার মেইল আইডিতে,
ড্রপবক্সে, আপনার হোস্টিংসার্ভারের
কোন ফোল্ডারে আরও কিছু অপশন আছে
ব্যক আপ রাখার জন্য। আপনি
শুধুপ্লাগইন্সটি ইন্সটল করে শুধু সেটিংসটি
ঠিক মতো করে দিবেন। এর পর আর
আপনাকে কিছুকরতে হবে না। টাইম টু টাইম
আপনার সাইটের সম্পূর্ন ব্যাকআপ চলে
আসবে আপনার কাঙ্খিতস্থানে। ……..
http://wordpress.org/plugins/backwpup/
==============================
====================================
Better WP Security -=- download
==============================
=======================================
এটি হাকারদেরহাত থেকে বাচার জন্য
একটি জনপ্রিয় প্লাগইন্স। আপনি এই
প্লাগইন্সটি টি দিয়ে কি কিসুবিধা
পাবেন তা আপনি এই পেইজ হতেই জানতে
পারবেন।
http://wordpress.org/plugins/better-wp-security/
==============================
=======================================
WordPress SEO by Yoast -=- download
==============================
=======================================
অনেকেই অনেক রকম seo প্লাগিন ব্যবহার
করে , কিন্তু আমার কাছে এইটিই ভাল
লাগে
বাংলাদেশ এর খবর জানি না কিন্তু
অন্যান্য দেশে বিশেষ করে USA তে এটি
খুব জনপ্রিয় ।।
http://wordpress.org/plugins/wordpress-seo/
==============================
====================================
wp Touch -=- download
==============================
=======================================
আমারা হয়তো অনেকেই অনেক সময় এমন
একটি theme পছন্দ করে যেটা responsive না
। theme responsive হওয়া খুবগুরুত্বপূর্ণ । google
মামাওএটা পছন্দ করে । এই প্লাগিন এর
মাধ্যমে যেকোনো themeঅটোমেটিক
mobilefriendly হয়ে যায় ।
http://wordpress.org/plugins/wptouch/
==============================
====================================
Smart 404 -=- download
==============================
=======================================
এটি দ্বারা আপনার সাইট এর ৪০৪ পেজ
গুলকে অন্যদিকে রিডাইরেক্ট করতে
পারবেন । googleমামাকে দারুন মেনেজ
করা যায় এতা দিয়ে
http://wordpress.org/plugins/smart-404/
==============================
====================================
Contact Form 7 -=- download
==============================
=======================================
অনেকেই তো অনেক রকম contact form
ব্যবহার করেন > এইটা করে দেখেন
http://wordpress.org/plugins/contact-form-7/
———————————————
———————————————
———————————————————
Official State counter -=- download
এই প্লাগইন্সটি দিয়ে আপনিআপনার
সাইটের ভিজিটর সম্পর্কে A 2 Z বিষয়
জানতে পারবেন।তারা আপনার সাইটে
এভারেজে কত সময়, কত পেইজ ভিউ, কতজন
পুরাতন ভিজিটর, কতজন নতুনভিজিটর, কোন
লিংকে ক্লিক করে আপনার সাইটে
এসেছে, আপনার সাইট হতে কোথায়
গিয়েছে ওআরোও অনেক কিছু আপনি এই
প্লাগইন্সটি হতে জানতে পারবেন।